স্যাক্রামেন্টোতে আনন্দময় বৈশাখী মেলা

0
613

আহবাব এ বি, ক্যালিফোর্ণিয়া থেকে:
ক্যালিফোর্ণিয়ার রাজধানী স্যাক্রামেন্টোতে গত শনিবার, ১৩ই এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেলো আনন্দময় বৈশাখী মেলা। উত্তর ক্যালিফোর্ণিয়ার বৃহত্তম এই বাঙালী অনুষ্ঠানে বৃহত্তর স্যাক্রামেন্টোর বাইরে দূরদূরান্ত (ফ্রেসনো, সিলিকন ভ্যালি, নেভাদার রেনো) থেকে ফলসম কমিউনিটি সেন্টারে জড়ো হয়েছিলেন শত শত বাঙালী। আরো এসেছিলেন বিভিন্ন দেশের বহুভাষী মানুষেরা। নাচে গানে ভরপূর বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করেছিলো এখানকার “আনন্দমেলা” গোষ্ঠী , যারা গত পনেরো বছর ধরে স্যাক্রামেন্টো এলাকায় বাংলা সংস্কৃতির প্রচার ও প্রসারে নিবেদিত আছেন। অনুষ্ঠানটির উদবোধন করেন ফলসম সিটির মেয়র কেরি হোয়েল (Kerri Howell) । বাংলাদেশী বাঙালী ও ভারতীয় বাঙালীদের অংশগ্রহণে নাচে, গানে, ও কবিতায় প্রাণময় হয়ে উঠেছিল সারাটি দুপুর। আর সাথে ছিল ঘরে তৈরী সুস্বাদু ঐতিহ্যবাহী নানান খাবারের (ইলিশ মাছ, খিচুড়ি, ঝালমুড়ি, ফুচকা, চমচম, পিঠা) ষ্টল এবং জৌলুসময় শাড়ী গয়নার ষ্টল । অসংখ্য রঙীন ব্যানার দিয়ে সাজানো হলঘরে সমবেত বাঙালী নারী পুরুষের বৈশাখী সাজসজ্জার বর্ণচ্ছটায় বিদেশের মাটিতে “রঙে ভরা বৈশাখ” যথার্থ রূপ নিয়েছিল। “এসো হে বৈশাখ এসো এসো” গানের সাথে এখাকার কিশোরীদের নাচ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের নাচ, গান, আবৃত্তি, ও জমকালো ফ্যাশন শো -এর সাথে আরো ছিল সান ফ্রান্সিসকো বে এরিয়া ও নেভাদা রাজ্যের রেনো থেকে আগত শিল্পীদের নাচ গান। বাংলাদেশ সঙ্গীত জগতের সম্প্রতি প্রয়াত দুই পুরোধা শিল্পী শাহনাজ রহমতুল্লাহ ও ইমতিয়াজ বুলবুলের সম্মানে তাদের গাওয়া ও সুর করা বেশ কয়েকটি গান পরিবেশিত হয়। “আনন্দমেলা” গোষ্ঠীর এই বৈশাখী আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল বহু ভারতীয় বাংলা ও হিন্দি ছবি ও টিভি সিরিয়ালের সুরকার সংগীতশিল্পী পন্ডিত বিনয় পাঠকের বাংলা গান। বিদেশের মাটিতে এমন পরিপূর্ণ ও সার্বজনীন বৈশাখী মেলা খুব কমই দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here