আকাশসীমা লঙ্ঘনে করাচির বিমান অবতরণে বাধ্য করল ভারতের যুদ্ধবিমান

0
61

ভারত-পাকিস্তান সীমান্ত এখনও উত্তপ্ত। চলছে পাল্টাপাল্টি হুমকি। এরই মধ্যে ভারতের আকাশসীমা লঙ্ঘন করায় জর্জিয়ার পণ্যবাহী বিমানকে জয়পুর বিমানবন্দরে অবতরণে বাধ্য করাল ভারতের যুদ্ধবিমান। আর ওই বিমানটি পাকিস্তানের করাচি থেকে আসছিল।

জানা যায়, নির্ধারিত আকাশপথ লঙ্ঘন করে জর্জিয়ার পণ্যবাহী বিমান এএন-১২ ঢুকে পড়ে উত্তর গুজরাটে।

সূত্রের খবর, ওই বিমানের গতিবিধি লক্ষ্য করে তৎক্ষনাৎ যুদ্ধবিমান পাঠায় ভারতের বিমান বাহিনী। জয়পুর বিমানবন্দরে সেটিকে অবতরণে বাধ্য করা হয়। চালক ও বিমান কর্মীদের জেরা করা হচ্ছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here