চার জেলায় বন্দুকযুদ্ধে নিহত পাঁচ

0
68

চার জেলায় বন্দুকযুদ্ধে পাঁচ জন নিহত হয়েছেন।  জেলা গুলো হলো কক্সবাজার, যশোর ও পাবনা। মঙ্গলবার ভোরে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহতরে মধ্যে ডাকাত ও মাদক ব্যবসায়ী রয়েছে।

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ চিহ্নিত মাদকবিক্রেতা ছৈয়দুল মোস্তফা প্রকাশ ভুলু নিহত হয়েছেন। ভুলু কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার জহির হাজির ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১৩ মে) দিনগত রাত আড়াইটার দিকে পাহাড়তলীর কাটা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মানবপাচারকারী নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শাপলাপুর মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন- টেকনাফ শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহিমের ছেলে আজিম উল্লাহ (২২) ও উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত রহিম আলীর ছেলে আব্দুস সালাম (৫২)।

এছাড়া যশোরে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। পাবনার ঈশ্বরদীতে পুলিশের বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here