খুলনায় হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা

0
69

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার খুলনার বয়রায় ইসলামি ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

জেলা প্রশাসক বলেন, হাজীদের হজযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। তবে বেসরকারি ব্যবস্থাপনায় যে সকল হাজী হজে যাবেন, এজেন্সিগুলো নির্ধারিত সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে যদি কোন অসঙ্গতি তৈরি করে, হাজীরা মক্কা থেকেই তা তাৎক্ষণিক জেলা প্রশাসনকে জানাতে পারবেন। এতে সমস্যাগুলো দ্রুত সমাধানের ব্যবস্থা নেয়া যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি ফাউন্ডেশন খুলনার পরিচালক শাহীন বিন জামান। উপস্থিত ছিলেন সাবেক জেলা ও দায়রা জজ জিএম সালাউদ্দিন, হাব’র প্রতিনিধি কাজী আবুল কালাম সামসুদ্দীন, খুলনা ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. শাহাবুদ্দিন ও প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। প্রথম দিনে ২৫০ জন হজ্জযাত্রী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here