জামাল খাসোগি সন্ত্রাসী, দাবি ট্রাম্প জামাতার

0
74

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা জারেড কুশনার তার এক প্রকাশিতব্য বইয়ে নিহত সাংবাদিক জামাল খাসোগিকে সন্ত্রাসী বলে দাবি করেছেন।

বুধবার ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। খবর আনাদোলুর।

মাইকেল ওলফের লেখা ‘ট্রাম্প আন্ডার ফায়ার’ নামক একটি বইয়ে ‘অব দ্য রেকর্ড’ এক সাক্ষাৎকারে কুশনার বলেন, রাজকীয় পরিবার এবং ওসামা বিন লাদেনের বিভিন্ন সংঘাতের সঙ্গে খাসোগির যোগসূত্র ছিল।

আমরা জানি, তিনি একজন সাংবাদিক ছিলেন। তবে তিনি একজন ছদ্মবেশী সাংবাদিক ছিলেন, বলেন তিনি।

বর্তমানে জারেড কুশনারের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। মঙ্গলবার মরক্কোর রাজধানী রাবাত থেকে সফর শুরু করে এই সপ্তাহে জর্ডানের রাজধানী আম্মান ও জেরুজালেম সফর করছেন তিনি।

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনে ট্রাম্প কথিত শতাব্দীর সেরা চুক্তির বিষয়ে সমর্থন আদায়ে এই সফরে গেছেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here