শ্রীলঙ্কায় পদত্যাগে বাধ্য করা হলো মুসলিম মন্ত্রীদের

0
59

চাপের মুখে শ্রীলঙ্কায় সংখ্যালঘু সম্প্রদায়ের ৯ মন্ত্রী সোমবার ইস্তফা দিতে বাধ্য হলেন। একইসঙ্গে দুই মুসলিম রাজ্যপালও পদত্যাগ করেছেন।

ইস্টার সানডের ধারাবাহিক বিস্ফোরণের পর সন্দেহের চোখে সংখ্যালঘুরা। এমনকি মুসলিম সম্প্রদায়ের মন্ত্রী-রাজ্যপালও সন্দেহের ঊর্ধ্বে নন। তাদের সঙ্গেও সন্ত্রাসবাদী সংগঠনের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। খবর আল-জাজিরা, টাইমস অব ইন্ডিয়া।

নিজেদের কলঙ্কমুক্ত করতেই তারা সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন। তদন্তে নিরপেক্ষতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত।

দিন চারেক আগে মন্ত্রিসভার সংখ্যালঘু সদস্যদের সরানোর দাবিতে প্রবল বিক্ষোভও হয়। অভিযোগ ওঠে, শ্রীলঙ্কার আঞ্চলিক ইসলামিক সংগঠন ন্যাশনাল তৈহিদ জামাতের সঙ্গে তিন মন্ত্রীর যোগাযোগ রয়েছে। ওই বিক্ষোভের প্রেক্ষিতেই ইস্তফার সিদ্ধান্ত নেওয়া হয়।

সংখ্যালঘু মন্ত্রীরা জানিয়েছেন, সিআইডি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা মন্ত্রিসভায় ফিরবেন না।

প্রসঙ্গত, শ্রীলঙ্কায় মোট জনসংখ্যা ২১ মিলিয়ন বা ২১০ লাখ। এর মাত্র ৯ শতাংশ মুসলিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here