শ্রীলংকায় গোয়েন্দা প্রধান বরখাস্ত

0
85

ইস্টার সানডের দিনে বোমা হামলার ঘটনায় নিরাপত্তা ত্রুটি নিয়ে সংসদীয় তদন্ত কমিটিকে সহায়তা না করার ঘোষণা দিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। পাশাপাশি তদন্ত প্রতিহতে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান সিসিরা মেন্ডিসকে বরখাস্ত করেছেন সিরিসেনা।

২১ এপ্রিলের ভয়াবহ হত্যাযজ্ঞ তদন্তে সংসদীয় বাছাই কমিটির বিরোধিতা করে শুক্রবার রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন সিরিসেনা।

ইস্টার সানডের ওই বোমা হামলায় অন্তত ২৫৮ জন্য নিহত ও আরও প্রায় ৫০০ জন আহত হন।

দেশটির মন্ত্রিসভার একটি সূত্র এএফফিকে বলেন, কমিটির কাছে দেশটির পুলিশ, সেনা অথবা গোয়েন্দা কর্মকর্তাদের সাক্ষ্য না দেয়ার নির্দেশ দিয়েছেন সিরিসেনা। তবে সংসদীয় তদন্ত কমিটি স্থগিত করতে সরকার রাজি হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here