ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী আফ্রিদি

0
71

 

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত-পাকিস্থানের খেলা আজ। বিশ্বকাপ ইতিহাসে টিম ইন্ডিয়ার সাথে ছয়বারের খেলায় প্রতিবারই হেরেছে পাকিস্তান।
সম্প্রতি পারফরম্যান্সেও পাক দলের চেয়ে যোজন যোজন এগিয়ে টিম ইন্ডিয়া।

তবু এ মহারণে পাকিস্তানের জয়ের ব্যাপারে আশাবাদী দলটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তবে দলের ফিল্ডিং নিয়ে বেশ চিন্তিত তিনি। কারণ চলতি বিশ্বকাপে নিজেদের সবশেষ ম্যাচে খুব বাজে ফিল্ডিং করেছে পাকিস্তান।

আফ্রিদি বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে খুবই বাজে ফিল্ডিং করেছে পাকিস্তান। ফিল্ডিং খারাপ হলে ম্যাচে লড়াই করা কঠিন হয়ে যায়। তবে আশা করছি, ভারতের বিপক্ষে নিজেদের শতভাগ প্রস্তুত করেই মাঠে নামবে দল। ফিল্ডিংয়ে অন্য এক পাকিস্তানকে দেখব বলে আশা করি।

ম্যানচেস্টারের ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ডে হচ্ছে ভারত-পাকিস্তান লড়াই। দুই চিরশত্রুর যুদ্ধ শুরু হচ্ছে আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। উভয় দলই জয় পেতে মরিয়া এ ম্যাচে। তবে এ মহারণে শঙ্কা আছে বৃষ্টির। এখন দেখার বিষয়, কার জয় হয়- ভারত, পাকিস্তান নাকি বৃষ্টির?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here