মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইরান

0
52

মার্কিন গুপ্তচর নেটওয়ার্ক গুড়িয়ে দিয়েছে ইরান এমন খবর প্রকাশের পর এবার অনুপ্রবেশকারী মার্কিন গোয়েন্দা ড্রোনও সফলভাবে ভূপাতিত করল দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ হরমুজগানে গুলি করে ড্রোনটি ভূপাতিত করা হয়। বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিভাগ আইআরজিসি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর পার্সটুডে’র।

জানা গেছে, হরমুজগান প্রদেশের ‘কুহে মোবারক’ এলাকায়  আমেরিকায় তৈরি ‘গ্লোবাল হক’ মডেলের একটি গোয়েন্দা ড্রোন গুলি করে নামানো হয়েছে। তবে ড্রোন ভূপাতিত করার বিষয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সন্ত্রাসী বাহিনী ‘সেন্টকম’র পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার চলমান উত্তাপ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। বাকযুদ্ধের পাশাপাশি চলছে পাল্টাপাল্টি হামলার হুঙ্কারও। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে সক্রিয় থাকা একটি বড় ধরনের মার্কিন গুপ্তচর নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়ার দাবি করেছে দেশটির গোয়েন্দারা। বুধবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দাবি করেছে, মার্কিন কেন্দ্রীয় সংস্থা সিআইএ’র একটি বিশাল নেটওয়ার্ককে বানচাল করে দিয়েছেন ইরানি গোয়েন্দারা। মন্ত্রণালয়ের গুপ্তচর-বিরোধী বিভাগের পরিচালক জানান, তার বিভাগ এমন উন্নত কিছু ব্যবস্থা গ্রহণ করেছে যার কারণে যেকোনো গুপ্তচর নেটওয়ার্ককে চিহ্নিত ও বানচাল করা সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here