বিশ্বে গৃহহীন মানুষের সংখ্যা ৭ কোটি ৮০ লাখ : জাতিসংঘ

0
96

বিশ্বে ক্রমশই বাড়ছে গৃহচ্যুত মানুষের সংখ্যা। গত বছরেই এই সংখ্যাটা ৭ কোটি ছাড়িয়ে গেছে। বুধবার গৃহচ্যুত মানুষদের নিয়ে সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। তাতেই এই ভয়ংকর ছবি সামনে এসেছে।

জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, যুদ্ধ-হিংসায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। গৃহচ্যুত মানুষের মধ্যে অর্ধেক শিশু। এছাড়া উন্নত পশ্চিমের দেশগুলির পরিবর্তে উন্নয়নশীল দেশগুলি বিপুল সংখ্যক শরণার্থীর বোঝা বহন করছে বলে সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইউএনএইচসিআর’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের শেষে বিশ্বে গৃহহীন মানুষের সংখ্যা ৭ কোটি ৮০ লাখে পৌঁছেছে। যা ২০১৭ সালের থেকে ২ কোটি ৩০ লক্ষের বেশি। অর্থাৎ মাত্র এক বছরে ২ কোটি লক্ষের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

বিশ্বব্যাপী এই প্রবণতা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি। এই পরিস্থিতি মোকাবিলায় সবাইকে একযোগে উদ্যোগী হওয়ার আবেদন করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here