চলতি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মোহাম্মদ সামির

0
107

ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন ভারতের পেসার মোহাম্মদ সামি। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে বিপজ্জনক মোহাম্মদ নবী, আফতাব এবং মুজিব উর রহমানকে আউট করেন সামি।

সাউদাম্পটনে শনিবার ২২৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করে আফগানিস্তান। এই ম্যাচে শেষ ওভারে আফগানিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রানের। তখনও মোহাম্মদ নবীর মতো ব্যাটসম্যান ক্রিজে থাকায় ভয়টাও ছিল। সেই ভয়কে দুর্দান্তভাবে জয় করলেন মোহাম্মদ সামি। সেই নবীই প্রথম শিকারে পরিণত হন সামির। নবীর বিদায়ে নির্ভার হয়ে যায় ভারত। এরপর আফতাব ও মুজিব আউট হলে হ্যাটট্রিকের রেকর্ডটাও নিজের নামে লিখিয়ে নেন সামি।

ভারতের দ্বিতীয় বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের গৌরব অর্জন করলেন সামি। এর আগে ১৯৮৭ সালের বিশ্বকাপে ভারতের পক্ষে একমাত্র হ্যাটট্রিক করেছিলেন চেতন শর্মা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here