লিটন দাসের আউট নিয়ে ফেসবুকে তোলপাড়

0
68

বিশ্বকাপের ৩১তম ম্যাচে হ্যাম্পশায়ারে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই সতর্ক বাংলাদেশ।

ম্যাচে রণকৌশলে পরিবর্তন আনা হয় টাইগার শিবিরে। তামিম ইকবালের সঙ্গে বরাবরের মতো নামা সৌম্যের স্থানে ব্যাট করতে নামেন লিটন দাস। কিন্তু লিটন বড় করতে পারেননি তার ইনিংস। ১৬ রানে আউট হয়ে ফেরেন তিনি। উইকেটটি পান আফগান স্পিনার মুজিব।

লিটনের শটে বল যায় শাহিদীর হাতে। বলটি লুফে নেন তিনি। আম্পায়ার সফট সিগন্যাল আউট দিয়ে পাঠান তৃতীয় আম্পায়ারের কাছে। আর তৃতীয় আম্পায়ার আলিম দার আউটের সিদ্ধান্ত দেন। এরপরই ফেসবুকে শুরু হয় সামালোচনার ঝড়। টাইগার ভক্তরা দাবি করছেন আউটের সিদ্ধান্ত সঠিক হয়নি। এমনকি ক্যাচের সেই মুহূর্তটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ফেসবুকে শুরু হয়েছে নানা রকম মন্তব্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফরোজা ফেসবুকে লিখেছেন, এটা কি করে আউট হয়? আলিম দার কি সিদ্ধান্ত দিলেন।

ডা. মোহাম্মদ আলী লিখেছেন, এটা কি আম্পায়ার?

প্রবাসী সাংবাদিক কামরুল হাসান জনি লিখেছেন, লিটনের ক্যারিয়ার লম্বা হতে কি দিবে না আলিম দার?

সাংবাদিক আনিসুর বুলবুল লিখেছেন, গোটা বিশ্ব দেখল বল মাটিতে আর আলিম দার দিলেন আউট…

আনির্বাণ অনি লিখেছেন, আউটটা ডাউট লাগল।

পলাশ মাহবুব লিখেছেন, বাংলাদেশের খেলায় পাকিস্তানি আম্পায়ার কেন দেয়া হয়?

অঞ্জন আইচ লিখেছেন, থার্ড আম্পায়ার একজন পাকিস্তানি আলিম দার এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না।

মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন লিখেছেন, মানে কি? এটা আউট না। বল তো মাটিতে পড়ল তখন সেটা তুলল। আমি কি অন্ধ নাকি? এই আউট মানি না।

ছাত্রলীগ নেত্রী জেরিন দিয়া লিখেছেন, মাটিতে বল লাগা সত্ত্বেও আউট হয় কেমনে?

এ রকম অসংখ্য মন্তব্য ও সমালোচনার ঝড় বইছে ফেসবুক ওয়ালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here