আবারও গ্যাসের দাম বৃদ্ধি, কাল থেকে কার্যকর

0
106

সব পর্যায়ে গ্যাসের দাম বৃদ্ধিতে আবারও ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রবিবার বিকাল ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি।​

এক বার্নার চুলার গ্যাসের দাম ৯২৫ টাকা, দুই বার্নার চুলার গ্যাসের ৯৭৫ টাকা ও মিটারযুক্ত চুলায় প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ মূল্য আগামীকাল ১ জুলাই থেকে কার্যকর বলে জানায় বিইআরসি।

সর্বশেষ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে গ্যাসের দাম গড়ে ২২ দশমিক ৭০ শতাংশ বাড়ানো হয়। ওই বছরের মার্চ ও জুলাই থেকে দুই ধাপে তা কার্যকর করার কথা থাকলেও মার্চে দাম কার্যকর হয়। আর জুলাই মাসের দাম হাইকোর্টের আদেশে স্থগিত করা হয়।

সব পর্যায়ে গ্যাসের দাম বেড়েছে, কাল থেকে কার্যকর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here