রান তাড়া করতে সমস্যা হবে না: কার্তিক

0
634

চলতি বিশ্বকাপে শক্তিশালী ব্যাটিং অর্ডার নিয়ে হাজির হয়েছে ভারত। এ ব্যাপারে কথা বলেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিক। তিনি বলেন, ‘‘আমাকে বলা হয় পরিস্থিতি ভালভাবে পর্যবেক্ষণ করতে। তার পরে সাত নম্বরে প্রয়োজন অনুযায়ী ব্যাট করতে হবে।’’

২০০৪ সালে ভারতীয় দলে অভিষেক হলেও, বাংলাদেশের বিরুদ্ধে গত ম্যাচেই কেদার যাদবের পরিবর্তে বিশ্বকাপ অভিষেক হয়েছে তার। কার্তিকের কাছে জানতে চাওয়া হয়েছিল, টিম ম্যানেজমেন্ট তাকে ঠিক কী নির্দেশ দিয়েছিল? উত্তরে কার্তিক বলছেন, ‘‘আমাকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল, পরে ব্যাট করলে পরিস্থিতি বুঝে দ্রুত রান বাড়াতে হবে। আর সেটা সাত নম্বরে ব্যাট করতে নেমে।’’

তিনি আরও বলছেন, ‘‘আর যদি প্রথমে ব্যাট করি, তা হলে যে রানসংখ্যা নিশানা বানিয়ে দল এগোচ্ছে সেই লক্ষ্যমাত্রা পূরণের জন্য সব রকমের চেষ্টা করতে হবে। আরও বলা হয়েছিল, যেখানেই ব্যাট করি না কেন, দ্রুত পরিস্থিতি বুঝে নিজের সেরাটা দিতে হবে।’’

কার্তিকের মূল্যায়ন, ‘‘যে দল পরে ব্যাট করছে, সে সময়ে পিচ মন্থর হয়ে যাচ্ছে। সাহায্য পাচ্ছে স্পিনাররা। এতেই অসুবিধায় পড়ছে দলগুলো। অনেক দলই এই সময়ে ক্রস সিমে বল করে বিপক্ষকে চাপে ফেলছে। আর এটা বিশ্বকাপ, বিপক্ষকে আপনাকে সহজে উদ্ভাবনী শট মারতে দেবে না। রান এগিয়ে নিয়ে যাওয়ার চাপও রয়েছে। সেটা করতে গিয়েই সমস্যায় পড়ছে দলগুলো।’’

কার্তিকের দাবি, ভারতীয় দলের রান তাড়া করতে সমস্যা হবে না। তার কথায়, ‘‘আমাদের দলে রান তাড়া করার বিশেষজ্ঞ ব্যাটসম্যান রয়েছে। গত কয়েক বছরে রান তাড়া করে বেশ কয়েকবার জিতেছি। সমস্যা হবে না।’’

শনিবার লিডসে বিশ্বকাপের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দিমুথ করুণারত্নের দলের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা নেই। কোহালিরা ইতিমধ্যে চলে গিয়েছে সেমিফাইনালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here