উইলিয়ামসনের আউটে ফের অস্বস্তিতে কিউইরা

0
73

শুরুর প্রাথমিক ধাক্কা সামলে কেন উইলিয়ামসন ও রস টেইলরের ব্যাটে ভর করে প্রতিরোধ গড়ে নিউজিল্যান্ড। তৃতীয় উইকেট জুটিতে তারা পঞ্চাশোর্ধ্ব রান সংগ্রহ করেন। একই সঙ্গে স্ট্রাইকরেটও বাড়ানোর চেষ্টায় করেন অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যান। কিন্তু ৩৬তম ওভারে কেন উইলিয়ামসনের আউট ফের অস্বস্তিতে পড়েছে নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখার সময় ৩৭ ওভার শেষে তিন উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ১৪০ রান।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার ভুবনেশ্বর কুমার আর জসপ্রিত বুমরাহের বোলিং তোপে পড়ে নিউজিল্যান্ড। ভুবনেশ্বর কুমারের প্রথম বলেই গাপটিলের বিপক্ষে এলবিডব্লিউর জোরালো আবেদন হলেও নাকচ হয়ে যায়। পরে ভারত রিভিউ নিলে দেখা যায় বল লেগ স্ট্যাম্প মিস করছে। এতে একমাত্র রিভিউটা নষ্ট হলেও ইনিংসের চতুর্থ ওভারে এসেই বিধ্বংসী মার্টিন গাপটিলকে (১) বিরাট কোহলির দারুণ ক্যাচে পরিণত করেন বুমরাহ। ওই সময়ে কিউইদের স্কোরবোর্ড ১-১! এরপর হেনরি নিকোলসকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন উইলিয়ামসন। তারপরও বুমরাহ ও ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিংয়ের মুখে মাত্র ২৭ রান করতে সক্ষম হন তারা। এরপর স্ট্রাইক রেট বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু ৬৮ রানের জুটি গড়ে ৫১ বলে ২৮ রান করে ফিরে যান নিকোলস। সেখান থেকে উইলিয়ামসনের সঙ্গে দলের হাল ধরেন রস টেইলর। কিন্তু দুর্দন্ত খেলতে থাকা উইলিয়ামসন হাত খুলে খেলা শুরুর পরপরই প্যাভিলনের পথ ধরেন। ৩৫.২ ওভারে চাহালে বলে ক্যাচ তুলে ৬৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here