টেকনাফে দেশীয় অস্ত্রসহ ৩ রোহিঙ্গা যুবক আটক

0
72

কক্সবাজারের টেকনাফে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তারা তাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন।

স্থানীয় নয়াপাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল কাদের জানান, মঙ্গলবার (৯ জুলাই) রাত ৯টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার শিয়াইল্যাঘোনা রোহিঙ্গা শিবির সংলগ্ন এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় অবৈধ অস্ত্রসহ তাদের আটক করা হয়।

তারা হলেন- হ্নীলা নয়াপাড়া শরণার্থী শিবিরের সি-ব্লকের এমআরসি-১৩৪৩২, শেড নং-৪৫১, ৫ নং রুমের আব্দুর রহমানের ছেলে সোলতান রহমান (১৮), এমআরসি নং-৬০১৫৫, শেড নং-৮২৪, ১নং রুমের মোহাম্মদ আলমের ছেলে মো. আয়াছ (২০) ও এমআরসি নং-৪১৭৫০, শেড নং-৮২২, ২-৩ নং রুমের মো. জুবাইরের ছেলে নুর কামাল (২০)। তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও একটি খেলনার পিস্তল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ওই যুবকদের ক্যাম্পে নিয়ে আসেন। তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here