বিকেলে ভারত-নিউজিল্যান্ড ফের মুখোমুখি

0
61

ম্যানচেস্টারের আকাশ মুখ অন্ধকার করে ছিল সকাল থেকেই। আবহাওয়া বিশ্লেষকরাও বলছিলেন, বৃষ্টি নামবে মঙ্গলবার। ঠিক তাই হলো। নিউজিল্যান্ডের ইনিংসটাও শেষ করা যায়নি।

দফায় দফায় মঙ্গলবার বৃষ্টিতে স্থগিত হয়ে যায় প্রথম সেমি-ফাইনাল। এ কারণেই ম্যানচেস্টারে বিশ্বকাপের সেমির ম্যাচটি অনুষ্ঠিত হবে রিজার্ভ ডে-তে। মঙ্গলবার খেলা শেষ হয়েছিল সেখান থেকেই বুধবার শুরু হবে খেলা। মানে ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রানের পর থেকে ব্যাটিং শুরু করবে নিউজিল্যান্ড।

লিগ পর্বে রিজার্ভ ডে না থাকলেও শেষ চার ও ফাইনালে রিজার্ভ ডে রেখেছে আইসিসি।

তবে আজ বুধবারও বৃষ্টিতে খেলা না হলে জয়ী হবে ভারতই। বিশ্বকাপের লিগ পর্বে এগিয়ে থাকায় বিরাট কোহলির দল উঠে যাবে ফাইনালে।

এদিন টেলিভিশনের পর্দায় ক্রীড়াপ্রেমীদের জন্য থাকছে ফুটবল উত্তেজনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মধ্য এশিয়ার দল তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামছে মধ্য প্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়া।

দর্শকরা টেলিভিশনের পর্দায় তাজিকিস্তান-সিরিয়ার মধ্যকার ফুটবল লড়াই সরাসরি উপভোগ করতে পারবেন রাত সাড়ে ৮টা থেকে।

এদিন টেলিভিশনের পর্দায় দেখা যাবে উইম্বলডন চ্যাম্পিয়নশিপও। বিকেল থেকেই বছরের তৃতীয় ও সবচেয়ে মর্যাদাকর গ্র্যান্ড স্ল্যাম আসরের ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। থাকছে শ্যুটিং বিশ্বকাপের লড়াই।

চলুন দেখে নেই টেলিভিশনের পর্দায় বুধবার কখন কী থাকছে-

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯
ভারত-নিউজিল্যান্ড
১ম সেমি-ফাইনাল
সরাসরি বেলা ৩.৩০ মিনিটে
বিটিভি, গাজী টিভি, মাছরাঙা, স্টার স্পোর্টস ১ ও স্টার স্পোর্টস ২

ফুটবল
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
তাজিকিস্তান-সিরিয়া
সরাসরি রাত সাড়ে ৮টা
স্টার স্পোর্টস ২ এশিয়া ও স্টার স্পোর্টস এইচডি ২ এশিয়া

টেনিস
উইম্বলডন
সরাসরি বিকেল সাড়ে ৪টা
স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান ও স্টার স্পোর্টস সিলেক্ট টু

শ্যুটিং বিশ্বকাপ
সরাসরি রাত ১০টা
সনি ইএসপিএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here