বার্সেলোনায় কি ফিরবেন নেইমার, প্রশ্ন লিওনার্দোর

0
104

বার্সেলোনায় কি ফিরবেন নেইমার? নাকি ফিরবেন না? সম্ভাবনা কমছে। নেইমারের কাছে অন্য কোনো দলের প্রস্তাব নেই! এমনটাই বলেছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। বার্সেলোনায় নেইমারের যাওয়ার খবর নাকি গুজব। ২০১৭ সালে পাঁচ বছরের চুক্তিতে বার্সা ছেড়ে পিএসজিতে এসেছিলেন নেইমার।

লিওনার্দো বলেছেন, ‘নেইমার তখনই পিএসজি ছাড়বে যখন তার কাছে ভালো প্রস্তাব আসবে। কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না নেইমারকে কোনো দল নিতে চায় কিনা। একদিনে এটা হওয়া সম্ভব নয়। নেইমার পিএসজি ছাড়তে চায়। কিন্তু ফুটবলে আজ একটা ঘটনা ঘটবে কাল অন্য কিছু হবে। অবাক লাগলেও এটাই সত্যি।’

এরপরই লিওনার্দো বলেছেন, ‘একটা বিষয় পরিষ্কার। নেইমারের সঙ্গে এখনও তিন বছরের চুক্তি রয়েছে। আমরা কোনো ক্লাবের কাছ থেকে প্রস্তাব পাইনি। নেইমারের সঙ্গেও আলোচনা হয়নি।’ গত সপ্তাহে অবশ্য বার্সেলোনা সভাপতি হোসেফ মারিয়া বার্তোমেউ বলেছেন, নেইমার স্পেনে ফিরতে চায়। কিন্তু পিএসজি ওকে বিক্রি করার ব্যাপারে উদাসীন।

জবাবে লিওনার্দো বলেছেন, ‘কোনো প্রস্তাব পাইনি। শুনেছি বার্সেলোনা কিনতে চায় নেইমারকে। আমরা সঠিক দাম পেলে নেইমারকে ছেড়ে দেব। কিন্তু সেই প্রস্তাবটাই তো আসেনি।’ এদিকে নির্দিষ্ট সময়ে অনুশীলনে যোগ না দেয়ায় নেইমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে পিএসজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here