বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

0
317

দেশের সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার নিজ কার্যালয়ে মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থাগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় শেখ হাসিনা বলেন, ‘আমাদের সর্বত্র প্রস্তুতি রয়েছে। আমরা যেকোনো ধরনের সংকটের মুখোমুখি হতে পারি। কিন্তু আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে বন্যার কারণে মানুষের ক্ষতি না হয়।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘পাহাড়ি এলাকা, হাওর এলাকা বা দেশের উঁচু জায়গার বন্যার পানি ধীরে ধীরে নিচু এলাকায় নেমে আসবে। আগস্টের শেষের দিকে বন্যার পানি ধীরে ধীরে মধ্যম এবং দেশের নিম্ন অংশে নেমে আসবে, যার ফলে ব্যাপক বন্যার সৃষ্টি হবে।’

এটিকে বন্যার প্রাকৃতিক নিয়ম হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বন্যা কিছু আশীর্বাদও নিয়ে আসে। এটি প্রাকৃতিকভাবে জমির উর্বরতা ও ভূগর্ভস্থ পানি রিচার্জ করতেও সাহায্য করে।’

প্রতিবার বন্যার পর দেশের খাদ্য উৎপাদন ভাল হয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে বন্যা মানুষের ক্ষতি না করে এবং আমরা এ বিষয়ে অত্যন্ত সচেতন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here