ধর্ষণ সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে: খন্দকার মোশাররফ

0
134

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘গুম, হত্যা ও ধর্ষণ দেশে মহামারী আকার ধারণ করেছে।’ এসব প্রতিরোধে জাতীয় সংলাপের আয়োজন করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘দেশে আইনের শাসন না থাকায় প্রকাশ্যে মানুষ হত্যা করা হচ্ছে। ধর্ষণ সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে। আর এ সব ঘটনার পেছনে যারা আছে, তাদের আড়াল করতেই ক্রসফায়ারে মূল অপরাধীদের হত্যা করা হচ্ছে।’

সরকার জনমতের তোয়াক্কা করে না বলেই তাদের দাবিকে উপেক্ষা করে গ্যাসের দাম বাড়িয়েছে বলেও এ সময় অভিযোগ করেন ড. মোশাররফ।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘গুম, হত্যা ও ধর্ষণ দেশে মহামারী আকার ধারণ করেছে। যারা এসব করছে, তারা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে সম্পর্কিত। সেজন্যেই দিনে-দুপুরে যে কুপিয়ে হত্যা করছে, তাকে নিবৃত্ত করার সাহস কেউ পাচ্ছে না। মহামান্য রাষ্ট্রপতির কাছে বলতে পারি, জাতীয় একটি সংলাপের আহ্বান করে এই গুম, হত্যা থেকে দেশকে রক্ষা করতে পারেন।’

এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে প্রতীকী অনশন কমর্সূচির আয়োজন করে ‘গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আন্দোলন।’ এতে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সরকার বেগম জিয়ার জামিনে বাধা দিয়ে দেশবাসীকে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে।’

তিনি বলেন, ‘আইনের বিধান মোতাবেক সরকার যেকোন মামলা যেকোনো সময় স্থগিত করে দিতে পারেন। খালেদা জিয়ার দীর্ঘ কারাজীবন, বয়স এবং তার স্বাস্থ্য বিবেচনা করে অবিলম্বে তার বিরুদ্ধে যে মামলাগুলো চলছে তা স্থগিত করা হোক এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here