ইংল্যান্ড বিশ্বকাপের ‘যতো সেরা’

0
52

নতুন মঞ্চ। নতুন চ্যাম্পিয়ন। স্বপ্নের ট্রফি ঘরে তুলল ইংলিশরা। স্বাদ পেল প্রথম শিরোপা জয়ের। আর ক্রিকেটবিশ্বে সূচনা হলো নতুন এক অধ্যায়ের। তালিকায় যুক্ত আরেক দল। অন্যদিকে খালি হাতে ফিরতে হচ্ছে কিউইদের।

লর্ডসে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনালের মাধ্যমে পর্দা নেমেছে ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরের। আড়াই মাস ধরে চলা এ আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড।

এক নজরে দেখে নেয়া যাক টুর্নামেন্টের দলগুলো এবং খেলোয়াড়দের মধ্যে সেরার রেকর্ডগুলো।

চ্যাম্পিয়ন- ইংল্যান্ড।
রানার্সআপ-নিউজিল্যান্ড।
ম্যাচসেরা- বেন স্টোকস।
টুর্নামেন্ট সেরা- কেন উইলিয়ামসন।

দলীয়:

সর্বোচ্চ ইনিংস- ৩৯৭/৯ (ইংল্যান্ড, আফগানিস্তানের বিপক্ষে)
বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ৩৩৩/৮ (অস্ট্রেলিয়ার বিপক্ষে)
এক ইনিংসে সর্বাধিক অতিরিক্ত রান- ৩৫ (শ্রীলঙ্কা, আফগানিস্তানের বিপক্ষে)
বাংলাদেশ সর্বাধিক অতিরিক্ত রান দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে- ২৬।
বড় ব্যবধানে জয়- ১৫০ (ইংল্যান্ড হারায় আফগানিস্তানকে)
বাংলাদেশের সবচেয়ে বড় জয় আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানে।

ব্যাটিং:
এক ম্যাচে সর্বাধিক রান- ৭১৪ (বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া) অস্ট্রেলিয়া ৩৮১/৫, বাংলাদেশ ৩৩৩/৫।
সর্বাধিক রান- ৬৪৮ (রোহিত শর্মা), সাকিব আল হাসানের ৬০৬ তৃতীয় সর্বোচ্চ রান।
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস- ১৬৬ (ডেভিড ওয়ার্নার, বাংলাদেশর বিপক্ষে) বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ইনিংস সাকিব আল হাসানের- ১২২*।
সর্বোচ্চ জুটি- ১৯২ (ডেভিড ওয়ার্নার এবং উসমান খাজা)
সর্বাধিক অ্যাভারেজ- ৮৬.৫৭ সাকিব আল হাসান।
সর্বাধিক শতক- ৫টি (রোহিত শর্মা, ৯ ম্যাচে) বাংলাদেশিদের মধ্যে সর্বাধিক ২টি শতক আছে সাকিব আল হাসানের।
সর্বাধিক অর্ধশতক- ৫টি (সাকিব আল হাসান, ৮ ম্যাচে)
সর্বাধিক ডাক (শূন্য রানে আউট)- ৩ ম্যাচে (নুয়ান প্রদীপ এবং শোয়েব মালিক)
সর্বাধিক ছক্কা – ২২টি (ইয়ন মরগান) বাংলাদেশিদের মধ্যে সর্বাধিক ছক্কার মালিক লিটন দাস, ৫টি।
এক ইনিংসে সর্বাধিক ছক্কা- ১৭টি (ইয়ন মরগান, আফগানিস্তানের বিপক্ষে)

বোলিং:
সর্বাধিক উইকেট- ২৭টি (মিচেল স্টার্ক, ১০ ম্যাচে) বাংলাদেশিদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি মুস্তাফিজুর রহমান-২০টি।
সেরা বোলিং ফিগার- ৩৫/৬ (৯.১) শাহীন আফ্রিদি; বাংলাদেশিদের মধ্যে সেরা বোলিং ফিগার সাকিব আল হাসানের- ২৯/৫ (১০.০)
এক ইনিংসে সর্বাধিকবার ৫ উইকেট- ২ বার (মোস্তাফিজুর রহমান এবং মিচেল স্টার্ক)
এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচা- ১১০ (৯.০) (রশিদ খান, ইংল্যান্ডের বিপক্ষে)। বাংলাদেশিদের মধ্যে এক ইনিংসে সর্বাধিক রান দিয়েছেন রুবেল হোসেন- ৮৩ (৯.০) অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ফিল্ডিং এবং উইকেটকিপিং:
সর্বাধিক ডিসমিসাল- ২১টি (টম লাথাম)। ১০টি ডিসমিসাল করেন বাংলাদেশের মুশফিকুর রহিম।
এক ইনিংসে সর্বাধিক ডিসমিসাল- ৫টি (অ্যালেক্স কারি)। বাংলাদেশের মুশফিকুর রহিম আফগানিস্তানের বিপক্ষে ৩টি ডিসমিসাল করেন।
সর্বাধিক ক্যাচ- ১৩টি (জো রুট)। বাংলাদেশিদের মধ্যে সৌম্য সরকার সরকার সর্বাধিক ৭টি ক্যাচ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here