নেপালে ভয়াবহ বন্যা, নিহত অর্ধশতাধিক

0
100

নেপালে ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন ২৯ জন। এ ছাড়া আহত হয়েছেন ২৮ জন। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা হচ্ছে ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও। খবর বিবিসির।

বন্যায় পানিবন্দি হয়ে এ অঞ্চলের ১০ লাখেরও বেশি মানুষ মানবেতর জীবনযাপন করছেন।

নেপালে পুলিশ বন্যাকবলিত ১১০০ মানুষকে উদ্ধার করেছে। দেশটির প্রায় সাড়ে ১০ হাজার মানুষ বন্যায় বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে দিনাতিপাত করছেন।

রাজধানী কাঠমান্ডুতে বন্যায় ভবনধসে একই পরিবারের তিনজন মারা গেছেন। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে।

এদিকে চীন থেকে উৎপত্তি হয়ে ভারতের ওপর দিয়ে প্রবাহিত হওয়া ব্রহ্মপুত্র নদের পানি দুই কূল উপচে আসামে ভয়াবহ বন্যা হচ্ছে। একই নদের পানি বাংলাদেশেও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here