ট্রাম্পের বর্ণবাদী বক্তব্যে রুখে দাঁড়ালেন বিরোধী দলের ৪ নারী এমপি

0
59

বর্ণবাদী বক্তব্য দেয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটদলীয় সেই চার নারী এমপি।

এই চার কংগ্রেস সদস্য হলেন- আলেকজান্দ্রিয়া ওকাসিও করতেস, রাশিদা তালিব, আইয়ানা প্রেসলি ও ইলহান ওমর। এদের মধ্যে প্রথম তিনজনের জন্ম যুক্তরাষ্ট্রে, একমাত্র ইলহান ওমরই সোমালিয়া থেকে এসেছেন।

গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে দেশের কংগ্রেসের ডেমোক্র্যাটদলীয় বিদেশি বংশোদ্ভূত নারী সদস্যদের অবমাননা করে চরম বর্ণবাদী বক্তব্য দেন।

তিনি টুইটার বার্তায় বিদেশি বংশোদ্ভূত এসব কংগ্রেস সদস্যকে অবিলম্বে নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এর পর ট্রাম্পের এই বর্ণবাদী বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ওই চার নারী এমপি।

মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, সংবাদ সম্মেলনে এই চার নারী আইনপ্রণেতা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকে বিদ্বেষমূলক, হিংসাত্মক, উদ্দেশ্যপ্রণোদিত, উসকানিমূলক ও বর্ণবাদী বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে কংগ্রেস সদস্যরা এক যৌথ বার্তায় বলেন, ‘আমাদের বৈচিত্র্যই আমাদের শক্তি এবং আমাদের একতাই আমাদের ক্ষমতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here