বরিশালে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু

0
59

বাংলা নিউজ ডেস্ক: বরিশালের গৌরনদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আলেয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।

মৃতের স্বজন গৌরনদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান জানান, স্থানীয় আশোকাঠী গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান ফকিরের স্ত্রী আলেয়া বেগম ঢাকায় বেড়াতে গিয়েছিলেন। শরীরে জ্বর নিয়ে গত সোমবার বাড়ি ফিরে সে একই এলাকায় মেয়ে ঝর্না আক্তার ঝুনুর শ্বশুড় বাড়িতে অবস্থান নেন। মঙ্গলবার বিকেলে আলেয়া বেগমকে গৌরনদীর একটি প্রাইভেট ক্লিনিকের  চিকিৎসক ডা. সুকদেব ন্ডুন্ডের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ডেঙ্গুর উপস্থিতি ধরা পড়ে। সে আরও অসুস্থ্য হয়ে পড়লে রাত ৯টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহাবুবুল আলম মির্জা জানান, আলেয়া বেগমকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই সে মারা গেছে। চিকিৎসা নিতে বিলম্ব হওয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। 

এর আগে গত সোমবার দিবাগত রাত সোয়া ৩টা থেকে পৌঁনে ৪টার মধ্যে শেরে-ইই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আসলাম খান (২৪) এবং মো. সোহেল (১৮) নামে আরও দুই ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়। তারা দুইজনও শেষ মুহূর্তে চিকিৎসকের স্মরনাপন্ন হয় বলে জানিয়েছেন শেরে-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. মো. বাকির হোসেন।

মঙ্গলবার রাতের সব শেষ খবর পর্যন্ত শেরে-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন ছিল ডেঙ্গু আক্রান্ত ৩২ জন রোগী। গত ১৬ জুলাই থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি হয় ৭১ জন। এদের মধ্যে ৩৭ জন চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here