২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবে দিল্লিবাসী

0
65

দিল্লিতে এখন থেকে টাকা ছাড়াই বিদ্যুৎ পাওয়া যাবে। মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচে দিল্লিবাসীর কোনও বিল দিতে হবে না বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বৃহস্পতিবার থেকেই এই সুবিধা চালু হবে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ করলে তা অর্ধেক দামে মিলবে বলেও জানিয়েছেন কেজরিওয়াল। বিদ্যুতে দিল্লি সরকার এখন থেকে ৫০% ভর্তুকি দেবে।

বিনামূল্যে বিদ্যুৎ দেওয়াকে ঐতিহাসিক সিদ্ধান্ত উল্লেখ করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, সারাদেশের মধ্যে সবচেয়ে সস্তায় বিদ্যুৎ পাওয়া যায় দিল্লিতেই। যখন ভিআইপি এবং বড় রাজনীতিবিদরা বিনামূল্যে বিদ্যুৎ পান, তখন কেউ কিছু বলে না। তাহলে সাধারণ মানুষ কেন বঞ্চিত হবে?কেজরিওয়ালের এই ‘ফি লাইফলাইন ইলেকট্রিসিটি’ প্রকল্পে রাজধানীর অন্তত ৩৩ শতাংশ মানুষ উপকৃত হবেন। কারণ এই ৩৩ শতাংশ-এর মাসে বিদ্যুৎ খরচ ২০০ ইউনিটের কম হয়। আর শীতকালে ৭০% মানুষের বিদ্যুৎ খরচ ২০০ ইউনিটের কম হয় বলে দাবি করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here