ষড়যন্ত্রের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে ওবায়দুল কাদেরের নির্দেশ

0
63

বাংলা খবর ডেস্ক: আগস্ট মাসেই ষড়যন্ত্রের গন্ধ বেশি পাওয়া যায়, এ বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদনের সময় তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলা, বন্যার্তদের পাশে দাঁড়াতে এবং আগস্টের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছি।

শেখ কামাল প্রসঙ্গে তিনি বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকদের বর্বরতার শিকার হয়ে শেখ কামাল আমাদের মাঝ থেকে রক্তাক্ত বিদায় নিয়েছেন। আমরা আজ এ শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। শেখ কামালের যোগ্যতা ও সাহসী যে নেতৃত্ব তাতে করে তিনি তারুণ্যের রোল মডেল হওয়ার যোগ্যতা রাখতেন।

এর আগে ধানমন্ডির আবহানী ক্লাব মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামাল ১৯৪৯ সালে ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতে ২৬ বছর বয়সে তাকে হত্যা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here