উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বাড়ছে উত্তেজনা

0
50

বাংলা খবর ডেস্ক: উত্তর কোরিয়া আবারও দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। মঙ্গলবার দেশটির পূর্ব উপকূলের দিকে দুটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ নিয়ে গত দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে চারবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পিয়ংইয়ং। খবর নিউইয়র্ক টাইমস’র।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইওনহাপ এর বরাত দিয়ে খবরে বলা হয়, মঙ্গলবার সকালে উত্তর কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় হুয়াংহাই প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবরে যুক্তরাষ্ট্র বলেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে বিষয়টি নিয়ে শলাপরামর্শ করছে।

সোমবার থেকে কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়া যে যৌথ সামরিক মহড়া শুরু করেছে তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে উত্তর কোরিয়া। যদিও সিউল ও ওয়াশিংটন দাবি করছে, এবারের বার্ষিক যৌথ মহড়া অনেকটা সীমিত আকারে অনুষ্ঠিত হচ্ছে।

কিন্তু পিয়ংইয়ং বলছে, এই মহড়ার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে অর্জিত সমঝোতা লঙ্ঘন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here