বরিশালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগী

0
65

বাংলা খবর ডেস্ক: বরিশালে ডেঙ্গু রোগী কমছে না, বরং দিন দিন বাড়ছে। বুধবার সকাল পর্যন্ত বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলো ২৩৬ জন ডেঙ্গু রোগী। বিগত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৬৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। মঙ্গলবার চিকিৎসাধীন ছিল ১৯৩জন এবং গত সোমবার ছিল ১৫৪জন।

আজ সকাল পর্যন্ত চিকিৎসাধীন ২৩৬ জনের মধ্যে পুরুষ ১৩৮ জন, নারী ৭৪ জন এবং ২৪ জন শিশু। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৬৯ জনের মধ্যে পুরুষ ৪২ জন, নারী ২১ জন এবং শিশু ৬ জন। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৬ জন। এরমধ্যে পুরুষ ১৪জন, মহিলা ৭ জন এবং ৫ জন শিশু।

গত ১৬ জুলাই থেকে ৭ আগস্ট সকাল পর্যন্ত শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত ৪৪৬ জন রোগী। এই সময়ে হাসপাতালে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২০৮ জন। লাশ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন। এছাড়া গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সেও এক নারী ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here