ঈদের নামাযে মুসল্লিদের ওপর হা’মলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ

0
55

বাংলা খবর ডেস্ক :ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে হা’মলা চালিয়েছে ইসরায়েলের পুলিশ। ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ঈদের দিনে নামাজরত মুসল্লিদের ওপর চালানো এই হা’মলায় ডজন খানেক মানুষ আহত হয়েছেন।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, আল আকসা মসজিদে ইসরায়েলের পুলিশ অতর্কিতে হা’মলা চালায়। মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশ হা’মলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ডজন খানেক মুসল্লি আহত হয়েছেন। তবে সংখ্যাটা কত তা নিশ্চিত করে জানায়নি তারা।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, আল আকসা মসজিদে ইসরায়েলের পুলিশ অতর্কিতে হা’মলা চালায়। মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশ হা’মলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ডজন খানেক মুসল্লি আহত হয়েছেন। তবে সংখ্যাটা কত তা নিশ্চিত করে জানায়নি তারা। তুরস্ক ভিত্তিক হুরিয়াত ডেইলি জানায়, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

জেরুজালেমের ইসলামিক ওয়াকফ জানায়, ইসরায়েলের পক্ষ থেকে সেখানে তাদের কথিত পবিত্র স্থান ধ্বংস করার বার্ষিকী পালনের কথা বলা হয়। তাই ঈদ জামাত এক ঘণ্টা এগিয়ে আনা হয়। তবুও হা’মলাটি চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here