ইতালিতে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা উদযাপিত

0
62

ইতালির রাজধানী রোম শহরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। রোমে জাতীয় ঈদগাহ ময়দান পিয়াচ্ছা ভিক্টোরিয়াতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে রুম দূতাবাসের কর্মকর্তা সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করেন।

অন্যান্য বছরের মতো এবারও সর্বোচ্চ ৩১ টি খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন প্রবাসী মুসলমানগন। জাতীয় ঈদগাহ মাঠে রুম দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আশরাফুল শিকদার, ক্যাম লোকমান হোসেন, হাজী আব্দুর রাজ্জাক, ডালি নাসির উদ্দিন, উজ্জ্বল মৃধা, এনায়েত করিম এবং সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভেনিস সফরকালে তারা ভেনিসে ঈদের নামাজ আদায় করেন। সমাজের বিশিষ্ট ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করেন এসব ঈদের জামাতে। এছাড়া ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ঈদের নামাজ আদায় করেন।

রাজধানী ছাড়াও লাতিনা রেশনাল সেন্টারে প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেন। এখানে কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কালাম মোখলেসুর রহমান সহ অনেকে ঈদের নামাজ আদায় করেন।এসব জামাতে মুসলিম উম্মার শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবেরসভাপতি মনিরুজ্জামান মনির সহ বাংলা প্রেস ক্লাব ইতালীর নেতারা রোমে ঈদের নামাজ আদায় করেছেন। হাজী মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন,কোরবানির ঈদে কোরবানি দিয়ে দেশ এবং জাতি গঠনে সকল বাংলাদেশীকে এগিয়ে আসতে হবে। হাসান ইকবাল পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রবাসি বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here