টুম্বলার বিক্রি করে দিচ্ছে ভেরাইজন

0
111

টুম্বলার বিক্রি করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের টেলিকম প্রতিষ্ঠান ভেরাইজন কমিউনিকেশন। মাত্র দুই বছর আগে ইন্টারনেট কোম্পানি ইয়াহু কিনে নিয়েছিল ভেরাইজন।

এর মাধ্যমে ইয়াহু মালিকানাধীন ইয়াহু মেইল, ফটোগ্রাফি সাইট ফ্লিকার, টুম্বলার এবং এওএল’র সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট এবং প্রযুক্তি সংবাদ সাইট টেক ক্রানচের মালিক হয় মার্কিন টেলিকম প্রতিষ্ঠানটি।

দ্য গার্ডিয়ান জানায়, এখন টুম্বলারকে বিক্রি করে দিচ্ছে ভেরাইজন। ২০০৭ সালে প্রতিষ্ঠিত টুম্বলার হচ্ছে বিশ্বের প্রথম দিককার মাইক্রোব্লগিং সার্ভিস এবং সোশ্যাল নেটওয়ার্কিং নেটওয়ার্ক।

ব্লগিং প্ল্যাটফর্ম দ্য অটোমেটিক কিনে নিচ্ছে মাইক্রোব্লগিং সাইটটিকে। বিশ্বের অন্যতম ব্লগিং প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস ডটকমের মালিক অটোমেটিক।

টুম্বলার কিনে নেওয়ার খবর নিশ্চিত করেছেন অটোমেটিকের প্রধান নির্বাহী ম্যাট মুলেনওয়েগ। এটিকে টুম্বলার কমিউনিটির জন্য সুখবর বলে মন্তব্য করেন তিনি।

তিনি এক টুইটার বার্তায় বলেন, এক প্রজন্মের দুইটি প্রিয় প্ল্যাটফর্ম একই সঙ্গে যুক্ত হচ্ছে। আরও বেশি উন্নতি, উন্মুক্ত এবং ব্যাপ্তি বাড়বে এতে। আরও বেশি মজার হয়ে উঠবে প্ল্যাটফর্মটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here