মার্কিন বিরোধিতার পরও মুক্তি পেলো ইরানি তেল ট্যাংকার

0
66

ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা ভাঙ্গার অভিযোগে গতমাসে অয়েল ট্যাংকারটি আটক করা হয়। গ্রেস-১ নামের জাহাজটি সিরিয়ায় তেল খালাস করবে না, ইরানের এই অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে জিব্রালটার এটিকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। তবে যুক্তরাষ্ট্র জাহাজটিকে না ছাড়ার অনুরোধ জানিয়েছিলো। 

ব্রিটেন নিয়ন্ত্রিত জিব্রালটারের নৌবাহিনী গত ৪ জুলাই গ্রেস-১ জাহাজটিকে আটক করে। এটি তেল নিয়ে ইরান থেকে সিরিয়া যাচ্ছিলো। জাহাজটিকে ছেড়ে দেয়ার ব্যাপারে জিব্রালটারের প্রধান বিচারপতি এন্থনি দুদে বলেছেন, যুক্তরাষ্ট্রের কোনো আবেদন তাদের আদালতে আসেনি।
জিব্রালটারের চিফ মিনিস্টার ফেবিয়ান রিকার্ডো বলেছেন, একটি স্বাধীন আইনী কমিটি আমেরিকার অনুরোধটি খতিয়ে দেখবে।
ছেড়ে দেয়া হলেও অয়েল ট্যাংকার গ্রেস-১ এখনো সাগরে নামেনি। কখন নাগাদ জাহাজটি দেশের পথে রওয়ানা করবে, এখনো জানা যায়নি।
যুক্তরাজ্যের ফরেন ও কমনওয়েলথ অফিস এক বিবৃতিতে বলেছে, ইইউ’র নিষেধাজ্ঞা অনুযায়ী, সিরিয়ায় তেল না পাঠানোর সিদ্ধান্ত ইরানকে মেনে চলতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here