বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

0
689

বাংলা খবর ডেস্ক: নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে আলমগীর হোসেন নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিযে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার ভোর রাতে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশ প্রবেশের সময় সীমান্তের ২৩২নং মেইন পিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় ভারতের ৬০ বিএসএফ ব্যাটালিয়নের ক্যাদারীপাড়া ক্যাম্পের সদস্যরা।

বাংলাদেশি গরু ব্যবসায়ী আলমগীর হোসেন নওগাঁর পোরশা উপজেলার চকবিষ্ণুপুর কাটাপুকুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে।

নওগাঁ ১৬ বিজিরি’র অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদ জানান, পোরশার নিতপুর সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যাওয়ার কথা সোর্সের মাধ্যমে জেনেছি। বিষয়টি নিশ্চিত হতে এবং তাকে ফেরত আনতে কার্যক্রম শুরু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here