রাজশাহীতে ২৪ ঘন্টায় ১৮ ডেঙ্গু রোগী ভর্তি

0
140

বাংলা খবর ডেস্ক: ঈদের ছুটিতে রাজশাহীতে ডেঙ্গু রোগী বাড়ার শঙ্কা ছিল। তবে ঈদের আগে ও পরে রাজশাহীতে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। যদিও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘন্টায় ১৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তবে চিকিৎসকরা বলছেন, মানুষের সচেতনতার কারণেই কমেছে ডেঙ্গু রোগী।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ১৮ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এছাড়া আগের চিকিৎসাধীন রোগী সুস্থ হয়ে ছুটি পেয়েছেন ৩০ জন। হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫৩ জন রোগী।

তিনি আরও জানান, সবমিলে রামেক হাসপাতালে ৪৪৮ জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। মোট ৩৯৪ জন রোগী সুস্থ হয়ে ফিরে গেছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক রোগী মারা গেছেন। বর্তমানে আইসিউতে দুই রোগী চিকিৎসাধীন আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here