‘ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের চেয়ে ক্ষমতাসম্পন্ন’

0
103

বাংলা খবর ডেস্ক: তেহরানের উপ প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল কাসেম তাকিযাদে হুঁশিয়ারি দিয়েছেন, ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো কাপুরুষতা দেখালে ইরান তাদের বিরুদ্ধে কঠোর জবাব দেবে।

শনিবার তেহরানের ‘মালেক আশতার’ সামরিক শিল্প বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, ইরানে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে তৈরি একই ধরনের ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক বেশি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, তার দেশ বর্তমানে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির দিক দিয়ে বিশ্বের ছয়টি দেশের কাতারে শামিল হয়েছে। এছাড়া, অত্যাধুনিক ট্যাংক নির্মাণের দিক দিয়ে ইরান এখন বিশ্বের প্রধান চারটি দেশের একটিতে পরিণত হয়েছে। শত্রুর হুমকির কথা বিবেচনা করে ইরান ১,৮০০ কিলোমিটার পর্যন্ত পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে। ইরানে তৈরি সামরিক বাহিনীর অন্যান্য যুদ্ধাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রে তৈরি যুদ্ধাস্ত্রের চেয়ে শতকরা ২০ ভাগ বেশি নিখুঁত ও ধ্বংস ক্ষমতাসম্পন্ন বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here