বুকে ‘ধানের শীষ’ নিয়ে মেয়র আরিফের বাজেট ঘোষণা!

0
729

বাংলা খবর ডেস্ক: বুকে ‘ধানের শীষ’ নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। দ্বিতীয়বার মেয়র পদে নির্বাচিত হওয়ার পর এই প্রথম বাজেট ঘোষণা করলেন তিনি।

রবিবার বেলা ১২টার দিকে নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে বাজেট ঘোষণা করেন মেয়র। ঘোষিত বাজেটের আকার ৭৮৯ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার টাকা। এতে আয় ও সমপরিমাণ ব্যয় দেখানো হয়েছে।

বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাতগুলো হলো হোল্ডিং ট্যাক্স ৪৪ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর কর ৮ কোটি ৫০ লাখ টাকা, ইমরাত নির্মাণ ও পুনঃনির্মাণের উপর কর ২ কোটি টাকা, পেশা ব্যবসার উপর কর ৬ কোটি ৫০ লাখ টাকা, বিজ্ঞাপনের উপর কর ১ কোটি ২০ লাখ টাকা, বিভিন্ন মার্কেটের দোকান গ্রহীতার নাম পরিবর্তনের ফি ও নবায়ন ফি বাবদ ২৫ লাখ টাকা প্রভৃতি।

এছাড়া সরকারি উন্নয়ন সহায়তা মঞ্জুরী খাতে ২০ কোটি টাকা, সরকারি বিশেষ উন্নয়ন সহায়তা মঞ্জুরী খাতে ১০ কোটি টাকা, সিলেট মহানগরীর অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প খাতে ২০০ কোটি টাকা আয় দেখানো হয়েছে।

বাজেটে রাজস্ব খাতে ৬৭ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। এছাড়া অবকাঠামো খাতে ৫২ কোটি ৮০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here