খেলাপি ঋণ এখনই কমার সুযোগ নেই : অর্থমন্ত্রী

0
609

বাংলা খবর ডেস্ক: দেশে খেলাপি ঋণ এখনই কমার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘নন-পারফর্মিং লোন (খেলাপি ঋণ) আমাদের এখানে কমার কোনো সুযোগ নেই। কারণ, নন-পারফর্মিং লোন কমানোর জন্য যে এক্সিট প্ল্যান দিয়েছিলাম, সেটা এখনও কার্যকর করতে পারি নাই।’

রোববার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর চেয়ারম্যান ও সিইও/ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আলোচনা শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় এক সংবাদকর্মী প্রশ্ন করেন, অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই বলেছিলেন, খেলাপি ঋণ এক টাকাও বাড়বে না। এখন এর ব্যর্থতার দায় স্বীকার করবেন কি না?

জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘খেলাপি ঋণ এক টাকাও বাড়বে না। খেলাপি ঋণ বাড়ছে -এটা আমি মানব না। যেদিন আমি বলেছিলাম খেলাপি ঋণ বাড়বে না, সেদিনই আমি বলেছিলাম একটা এক্সিট প্ল্যান রাখব। সেই এক্সিট প্ল্যান কার্যকর হলে বলবেন যে, বাড়ছে কি বাড়েনি।’

শুধু কি এক্সিট প্ল্যান বাস্তবায়ন না হওয়াই খেলাপি ঋণ না কমার কারণ? এমন প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ‘অবশ্যই। ব্যবসায়ীরা তো এখন টাকাই দিচ্ছে না। এমন কি যারা দিত, তারাও এখন দিচ্ছে না। তারা এ সুযোগ নেবে, তারা তো ব্যবসায়ী।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা তাড়াতাড়ি এর সুরাহা করব। সুরাহা করলে আমাদের অবস্থা আপনারাই মূল্যায়ন করতে পারবেন। আপনারা খুশি হবেন। তখন দেশের ব্যবসা-বাণিজ্যের চিত্রই বদলে যাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here