বাজেটে ঘাটতি থাকায় ৪৩ কর্মী ছাঁটাই করল এসিবি

0
61

বাংলা খবর ডেস্ক: একযোগে ৪৩ কর্মী ছাঁটাই করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রত্যেকের সঙ্গে চুক্তি বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছে এসিবি।

আফগান ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার মতে, ছাঁটাইকৃত ৪৩ কর্মী বোর্ডে অপ্রয়োজনীয়। বোর্ডের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের প্রধান জিয়া-উল-হক জানিয়েছেন, বাজেটের ঘাটতি থাকায় কর্মীদের ছাঁটাই করা হয়েছে। কম লোকবল দিয়ে অধিক কাজ আদায়ের লক্ষ্যও রয়েছে।

তিনি যোগ করেন, বরখাস্ত কর্মীরা মাসিক এক মিলিয়ন ডলার বেতন পেতেন। বেঁচে যাওয়া অর্থ প্রযুক্তিগত ও দেশের ক্রিকেটের গঠনমূলক কাজে ব্যয় করা হবে।

এসিবির বিশ্বাস, এ সিদ্ধান্ত আফগানিস্তানের ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন আনবে। উল্লেখ্য, চুক্তি বাতিল হলেও ৪৩ কর্মীর সবাই সেপ্টেম্বর মাসের বেতন পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here