কপাল পুড়ল উসমান খাজার

0
132

বাংলা খবর ডেস্ক: চলমান অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে জোফরা আর্চারের ভয়ঙ্কর বাউন্সারে ঘাড়ে আঘাত পান স্টিভ স্মিথ। ফলে তৃতীয় টেস্ট থেকে ছিটকে পড়েন তিনি। তার পরিবর্তে মাঠে নেমেই বাজিমাত করেন মারনাস ল্যাবুশেন। সুযোগ পেয়ে তিন ইনিংসেই ফিফটি মারেন তিনি।

এখন পুরোপুরি ফিট স্মিথ। সিরিজে এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে আছেন তিনি। তিন ইনিংসে যথাক্রমে করেছেন ১৪৪, ১৪২ ও ৯২ রান। ইনিংসগুলোই বলে দিচ্ছে, দলে রাখতেই হবে সাবেক অজি অধিনায়ককে। ফর্মে আছেন ল্যাবুশেনও।

স্বাভাবিকভাবেই চতুর্থ টেস্টের জন্য একাদশ নির্বাচনে হিমশিম খেতে হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে (সিএ)। অবশেষে দুজনকে রেখেই একাদশ ঘোষণা করেছে তারা। এতে কপাল পুড়েছে উসমান খাজার। বাইরে চলে যেতে হয়েছে তাকে। সিরিজের শুরু থেকেই খেলছিলেন তিনি।

প্রথম তিন টেস্টে যথাক্রমে ৪০, ১৩, ২, ৩৬, ২৩ ও ৮ রান করেছেন খাজা। তবে চতুর্থ ম্যাচের আগে প্রস্তুতি খেলেছেন ৭২ রানের ইনিংস। রানে ফিরে স্বস্তিবোধ করেন তিনি। তবে মুহূর্তেই তা মিইয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here