ইতালিতে জাতীয় ক্রীড়া সংস্থার পরিচিতি সভা

0
89

বাংলা খবর ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে ক্রীড়া সংস্থার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন রোমে বাংলাদেশ সরকার নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার, বিশেষ অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সফিউল আলম চৌধুরী নাদেল। সভায় আংশিক কমিটি ঘোষণা করেন পরিচালক সাজ্জাদুল কবির।

বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে উপস্থাপন করতে হবে। নব প্রজন্ম খেলাধুলায় মেতে উঠলে মাদকাসক্ত হবে না। পাশাপাশি খেলায় মনোযোগ বাড়াতে কাজ করতে হবে। তারা বলেন, মূলধারার খেলায় যেতে নতুন প্রজন্মকে সহযোগিতা করতে হবে তাহলে হয়তো কেউ রোনালদো হয়ে বেড়িয়ে আসবে।Italy

সভায় প্রধান অতিথি ক্রীড়া সংস্থার সার্বিক কাজে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় জাতীয় ক্রীড়া সংস্থার প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য পরাণ কৃষ্ণ সাহা ও মোজাম্মেল হক পাটওয়ারীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এর আগে সম্মেলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

পরিচিতি সভার কার্যকরী পরিষদের মধ্যে আবুল বাসার, মোজাম্মেল হোসেন মোল্লা, আবুল কালাম, সহ-সাধারণ সম্পাদক হেলাল রায়হান, মিজানুল হক মিজু, আরমান উদ্দীন স্বপন, সাংগঠনিক সম্পাদক মুহিব হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাপ হোসেন বেপারী, রিয়াজ উদ্দীন ইকবাল, সহ-প্রচার সম্পাদক কাজী বাহাদুর, দফতর সম্পাদক মতিউর মেহেদী, ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান বুলবুল, জাতীয় দলের প্রধান নির্বাচক শাহাদাত হোসেন রনিসহ অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয়। পরে বিভিন্ন সংগঠনের নেতারা ফুল দিয়ে নবগঠিত কার্যকরী পরিষদের সবাইকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে উপদেষ্টা আমিনুর রহমান সালাম, বৃহত্তর ঢাকা সমিতির ইতালির ভারপ্রাপ্ত সভাপতি জোবায়ের আহমেদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here