কিশোর গ্যাং এর বিষয়ে সজাগ নিরাপত্তা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

0
86

বাংলা খবর ডেস্ক: দেশে কিশোর গ্যাং আবির্ভাব হয়েছে। এ বিষয়ে আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্ট সজাগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার রাজধানীর মিরপুরে এক আলোচনা সভায় এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

অভিভাবকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের ছেলেমেয়েরা কে কী করছে লক্ষ্য করুন। কিশোর গ্যাংয়ে যাতে কেউ সম্পৃক্ত হতে না পারে সজাগ থাকুন। এই কিশোররা সন্ধ্যার পর কেন বাইরে থাকবে? তারা পড়ার টেবিলে যাবে, সন্ধ্যার পর বাসায় ফিরে আসবে। এদেরকে আমরা লক্ষ করছি, অনেক রাত পর্যন্ত বাইরে থাকছে। অনুরোধ করব অভিভাবকদের, আপনার সন্তান কোথায় খোঁজ রাখুন।

তিনি বলেন, যদি কেউ অপরাধ করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে, কিশোর হলেও। দেশে কিশোর অপরাধীদের জন্যও আইন রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বাহিনী জীবনবাজি রেখে কাজ করছেন। তবে সন্ত্রাস-জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয়নি বলেও সেটা সম্ভব হয়েছে, কন্ট্রোলে রয়েছে। তবে এখনও মাঝে মাঝে দু-একটি ঘটনা ঘটিয়ে জঙ্গি-সন্ত্রাসীরা তাদের অবস্থান জানান দেয়ার চেষ্টা করতে চায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here