সেরেনার স্বপ্ন গুঁড়িয়ে চ্যাম্পিয়ন ১৯ বছরের বিয়াঙ্কা

0
382
NEW YORK, NEW YORK - SEPTEMBER 07: Bianca Andreescu (R) of Canada celebrates with the championship trophy alongside runner up Serena Williams (L) of the United States during the trophy presentation ceremony after the Women's Singles final on day thirteen of the 2019 US Open at the USTA Billie Jean King National Tennis Center on September 07, 2019 in the Queens borough of New York City. (Photo by Emilee Chinn/Getty Images) ORG XMIT: 775377565 ORIG FILE ID: 1173010851

বাংলা খবর ডেস্ক: এলেন, দেখলেন, জয় করলেন! প্রথমবারের মতো উঠেছিলেন কোনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে। তাতেই বাজিমাত। কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো।

২৪তম গ্র্যান্ডস্ল্যাম জিতে ইতিহাস গড়ার অপেক্ষায় ছিলেন মার্কিন কৃষ্ণকলি। টেনিস ইতিহাসে সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যাম জেতা মার্গারেট কোর্টের পাশে যেতে মরিয়া ছিলেন তিনি। ছিলেন হট ফেভারিটও।

কিন্তু তার স্বপ্ন গুঁড়িয়ে টুর্নামেন্টের নারী এককে চ্যাম্পিয়নের মুকুট পরেছেন কানাডার ১৯ বছর বয়সী বিস্ময় বালিকা! শনিবার ফাইনালে নিউইয়র্কে ৬-৩, ৭-৫ সেটের সরাসরি জয় নিয়ে কোর্ট ছাড়েন তিনি।

২০০৬ সালে চমক দেখান মারিয়া শারাপোভা। প্রথম টিনএজার হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জেতেন তিনি।রুশ স্বর্ণকেশীর পর এবার নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন আন্দ্রেয়েস্কো।

২০১৭ সালে মা হওয়ার পর ফিরে গ্র্যান্ডস্ল্যাম জেতা হয়নি সেরেনার। এবার শিরোপার সুবাস পেলেও আক্ষেপ নিয়ে কোর্ট ছাড়তে হলো ৩৭ বছর বয়সী টেনিস রাণিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here