লজ্জার রেকর্ড বাংলাদেশের

0
549

২০০০ সালে আন্তর্জাতিক টেস্ট মর্যাদা পেয়েছিলো বাংলাদেশ দল। নিজেদের ইতিহাসে প্রথম ম্যাচ খেলেছিলো ভারতের বিরুদ্ধে। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে ৯ উইকেটে হেরেছিলো নাঈমুর রহমান দুর্জয়ের দল। আর আজ আফগানিস্তানের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে ২২৪ রানে হারলো সাকিববাহিনী। এর মধ্যে দিয়ে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করলো বাংলাদেশ দল। টেস্ট খেলুড়ে সবগুলো দেশের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচেই হারলো টাইগাররা।

অভিষেকের পর পেরিয়ে গেছে ১৯টি বছর। বাংলাদেশ খেলেছে ১১৫টি টেস্ট। ১৩ জয়ের বিপরীতে হেরেছে ৮৬টি ম্যাচ। বাকি ১৬টি ছিলো ড্র। নবাগত দল হিসেবে আফগানিস্তান ছাড়াও টেস্ট মর্যাদা পেয়েছে আয়ারল্যান্ড। শুধু আইরিশদের মুখোমুখি হতেই বাকি আছে টাইগারদের। আর নিজেদের প্রথম টেস্ট ম্যাচগুলোর মধ্যে ৭টিতে ইনিংস ব্যবধানে এবং বাকি তিনটি বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল।

বাংলাদেশের বিরুদ্ধে প্রতিটা দেশের প্রথম টেস্টের ফলাফল :

ভারত (২০০০) : ৯ উইকেটে পরাজয়।

জিম্বাবুয়ে (২০০১) : ইনিংস ও ৩২ রানে পরাজয়।

পাকিস্তান (২০০১) : ইনিংস ও ২৬৪ রানে পরাজয়।

শ্রীলঙ্কা (২০০১) : ইনিংস ও ১৩৭ রানে পরাজয়।

নিউজিল্যান্ড (২০০১) : ইনিংস ও ১৫২ রানে পরাজয়।

দক্ষিণ আফ্রিকা (২০০২) : ইনিংস ও ১০৭ রানে পরাজয়।

ওয়েস্ট ইন্ডিজ (২০০২) : ইনিংস ও ৩১০ রানে পরাজয়।

অস্ট্রেলিয়া (২০০৩) : ইনিংস ও ১৩২ রানে পরাজয়।

ইংল্যান্ড (২০০৩) : ৭ উইকেটে পরাজয়।

আফগানিস্তান (২০১৯) : ২২৪ রানে পরাজয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here