ফের ভোটাভুটিতে হারলেন বরিস জনসন

0
450

বাংলা খবর ডেস্ক: ব্রিটিশ পালার্মেন্টে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী বরিস জনসনের আগাম নির্বাচনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন এমপিরা।

আগাম নির্বাচন অনুষ্ঠান করতে হলে দুই-তৃতীয়াংশ পার্লামেন্ট সদস্যের, অর্থাৎ ৪৩৪ জন এমপির সমর্থনের প্রয়োজন হয়। কিন্তু পার্লামেন্টর ২৯৩ জন এমপি প্রধানমন্ত্রীর আনা প্রস্তাবের পক্ষে ভোট দেন, যা প্রয়োজনীয় ভোটের সংখ্যার তুলনায় অনেক কম।

এরই মধ্যে আজ থেকে শুরু হতে যাচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের ৫ সপ্তাহের জন্য স্থগিত কার্যক্রম।

এর আগে বিরোধী এমপিরা নিশ্চিত করেন যে, ১৫ অক্টোবর আগাম নির্বাচন অনুষ্ঠানের জন্য আনা প্রস্তাবে সমর্থন দেবেন না তারা। বরঞ্চ তার আগে ‘চুক্তিহীন ব্রেক্সিট’ বন্ধে একটি আইন পাশের ওপর জোর দিচ্ছেন তারা।

বরিস জনসন এটি অবজ্ঞা করলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন এমপিরা।

ব্রিটিশ মন্ত্রীরা এই আইনকে ‘যাচ্ছে তাই’ আখ্যা দিয়ে এটি রুখতে তারা তাদের চূড়ান্ত সীমা পর্যন্ত চেষ্টা করার কথা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here