পাহাড়ের রাজনীতিতে উত্তাপ, ২ কর্মীকে গুলি করে হত্যা

0
83

বাংলা খবর ডেস্ক: সংঘাতপ্রবণ পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় আরো দুই রাজনৈতিক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার দুর্গম গ্রাম নবছড়ায় রিপেল চাকমা ও বর্ষণ চাকমা নামের দুজনকে গুলি করে হত্যা করা হয় বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মনজুর।

বুধবার সকালে ওসি বলেন, ‘যেখানে ঘটনা ঘটেছে, সেটি খুবই দুর্গম। পুলিশ লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।’

নিহতরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) গ্রুপের কর্মী বলে দাবি করেছেন সংগঠনের বাঘাইছড়ি উপজেলার সাধারণ সম্পাদক জ্ঞান জীবন চাকমা। তিনি বলেন, ‘মঙ্গলবার মধ্যরাতে রিপেল ও বর্ষণ বাড়িতে যাওয়ার পথে জনসংহতি সমিতির (সন্তু লারমা) সশস্ত্র গ্রুপের সদস্যরা তাদের হত্যা করে।’

তবে এ বিষয়ে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কারো বক্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here