ভারতীয় ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব

0
58

বাংলা খবর ডেস্ক: ভারতীয় ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিং করার প্রস্তাব দেয়ার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে বিসিসিআই। ভারতীয় আইনের চারটি ধারায় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ।

 

তবে অধিকতর তদন্ত্রের স্বার্থে মামলা হওয়া ওই দুই ব্যক্তি সম্পর্কে এখনও কিছু জানায়নি বিসিসিআই অথবা বেঙ্গালুরু পুলিশ।

বিসিসিআইয়ের অ্যান্টি করাপশন ইউনিটের প্রধান অজিত সিং শাখাওয়াত জানান, ‘দুইজন ব্যক্তির বিরুদ্ধে আমরা বেঙ্গালুরু থানায় মামলা করেছি। দুই ব্যক্তির তরফে এক ভারতীয় মহিলা ক্রিকেটারকে গড়াপেটার প্রস্তাব দেয়া হয়। ওই ক্রিকেটার গোটা ঘটনাটি আমাদের জানানোর পাশাপাশি ফোনে কথোপকথনের রেকর্ডিং জমা দিয়েছেন।’

শাখাওয়াত আরও বলেন, ‘ঘটনাটি আমাদের সতর্ক করে দিয়েছে। বোঝা যাচ্ছে যে, শুধু ছেলেদের ক্রিকেট নিয়েই নয়, সরাসরি সম্প্রচারিত হলে মেয়েদের ক্রিকেট নিয়েও ম্যাচ গড়াপেটা হয়। ম্যাচ ফিক্সিংয়ের বিষয়ে আমাদের আরও সতর্ক হতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here