সী ইজ অফিসিয়ালি এডাল্ট নাও !

0
91

ইব্রাহিম চৌধুরী:
আমেরিকার আইনেও তাই বলে।
যদিও বিজ্ঞানীরা আজকাল বলছেন ভিন্ন কথা।
বয়স ত্রিশের আগে নাকি প্রাপ্ত বয়স্ক বলা যায় না।
তো বাপের মেয়েরা কি বড় হয় কোনদিন ?
অবশ্য মেয়ে নিজেই জানিয়েছে, আজ থেকে নাকি সে officially adult !
২০০১ সালে যার জন্ম, তার জানার কথা নয় অনেক কিছুই। কোত্থেকে এসেছি, কোথায় যাচ্ছি?
নিজেও উত্তর পাইনা !
প্রথম দিন থেকে মেয়ের বেড়ে উঠা দেখি।
জীবনের সবচেয়ে আনন্দের এ অভিযাত্রা।
নির্মোহ জীবন চেয়েছি, তা পেয়েছি।

যদি বলা হয় , সবচেয়ে আনন্দ আর সুখ এ জীবনে কোথায় পেয়েছি?
উত্তর হবে, মেয়ের বাবা হওয়া !
Well , কখনো দাপট , প্রতিপত্তি নিয়ে বিলাসীতা করার অবকাশ ছিল না। আজো নেই। দরকারও নেই।
আমার কাছে মায়ের দাপটকেই দাপট মনে হয়েছে।
যে নারী কথা বললে , থমকে যেতে হতো ।
যার কণ্ঠ আজো বহু নিদ্রাহীন রাতে কানে ভাসে।
সেই নারীকে দেখি মেয়ের বড় হয়ে উঠার মধ্য দিয়ে।
নারী প্রাধান্যের পরিবারে একমাত্র মেয়ে আমার মেয়ে ।
মা হাসপাতালে।
জানতেন, চলে যাবেন।
বললেন, বাড়ির একমাত্র মেয়ে তুমি !
মেয়ের ১৮ বছরে পড়ার দিনটিতে মা’কে মনে পড়ছে !
যদি আজ আমার মা থাকতেন , বাবা থাকতেন
– দেখতেন, তাদের নাতনি গাড়ির ড্রাইভিং সিটে।
কলেজে যাচ্ছে ।
দেখতেন , তাদের নির্মোহ সন্তানটিও মেয়ের বাবা হয়েছে।
বলছে, When I come home, my daughter will run to the door and give me a big hug, and everything that’s happened that day just melts away

মেয়েটি বলছে , It is my father who taught me to value myself.
Happy Birthday to my little daughter, who is officially adult today !

লেখক পরিচিতি: প্রথম আলোর নিউইয়র্ক ব্যুরো চিফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here