মালয়েশিয়া প্রবেশ পথে ২০ বাংলাদেশিসহ ২৪ জন আটক

0
74

বাংলা খবর ডেস্ক: সীমান্তের কঠোর নজরদারির পরেও সাগরপথে মালয়েশিয়ায় প্রবেশের সময় আটক হলো ২০ বাংলাদেশিসহ ২৪ জন। শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর আড়াইটা থেকে টানা সাড়ে চার ঘন্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার কৃতদের কাছে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র ছিলো না।

দেশটির স্পেশাল ব্রাঞ্চ পিজিএর সাগর তীরে নিয়মিত টহলের সময় ৪টি প্রাইভেট কারের গতি সন্দেহ হলে আটকের পর চেক করে ২০ বাংলাদেশিসহ স্থানীয় ৪ নাগরিককে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য বানতিং পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে ওই এলাকা থেকে ৩০ জনের বেশি বাংলাদেশিকে আটক করে পুলিশ। সেলাংঙ্গর প্রদেশের কুয়ালা লাংগিতের বানতিং সাগর তীরে অবৈধ প্রবেশ ঠেকাতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে বলে পিজিএর ৪ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here