ফাইনালে অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড

0
82

বাংলা খবর ডেস্ক: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ফাইনালের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকার দ্বিতীয় দফাতেও চট্টগ্রাম পর্বের দলটিতে কোনো পরিবর্তন আনা হয়নি। মঙ্গলবার শিরোপা নির্ধারণী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবেন টাইগাররা।

লিগপর্বে ঢাকা ও চট্টগ্রামে দুটি করে ম্যাচ খেলে বাংলাদেশ। ঢাকা পর্বে যে স্কোয়াড ছিল, চট্টগ্রাম অধ্যায়ে তাতে পাঁচটি পরিবর্তন আনেন টাইগাররা।

রাজধানীতে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারায় বাংলাদেশ। তবে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারে তারা। তবে বন্দরনগরীতে দুই ম্যাচেই জয় পেয়েছেন স্বাগতিকরা। ফাইনালি লড়াইয়ে সেই স্কোয়াডেই আস্থা রেখেছেন নির্বাচকরা।

ঢাকা-চট্টগ্রাম হয়ে ফের ঢাকায় এসেছে টুর্নামেন্ট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ফাইনাল। হোম অব ক্রিকেট ম্যাচটি গড়াবে আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায়। এটি জিততে পারলে দ্বিতীয়বারের মতো কোনো বহুজাতিক প্রতিযোগিতার শিরোপা জিতবে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দীন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মোহাম্মদ নাঈম শেখ ও আমিনুল ইসলাম বিপ্লব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here