সিপিএল মাতাতে যাচ্ছেন সাকিব

0
52

বাংলা খবর ডেস্ক: বিশ্বকাপে অতিমানবীয় নৈপুণ্যের পুরস্কার পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে অসাধারণ পারফর্মেন্সে আবার নতুন করে নজর কাড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফর্মেন্সে দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজ-আফগানিস্তানকে হারায় বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের সাথে জিততে জিততে ম্যাচ হেরে যায় মুশফিকের শিশুসুলভ ভুলে। এছাড়া ইংল্যান্ডের সাথে রানের পাহাড়ের নিচে চাপা পড়েও তুলে নেন অসাধরণ এক সেঞ্চুরি। এরপর ঘরের মাঠে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে তুলেন দলকে। এবার সাকিব যাচ্ছেন ক্যারিবিয়ান লিগ মাতাতে।

বিশ্বের অন্যতম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে প্রথমে প্লেয়ার ড্রাফটে নাম না থাকলেও টুর্নামেন্টের বাকি অংশে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। বার্বাডোস ট্রাইডেন্টস এর হয় মাঠ মাতাতে আজ (২৪ সেপ্টেম্বর) ত্রিদেশীয় সিরিজের ফাইনাল শেষে আগামীকালই দেশ ছাড়বেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে সিপিএল খেলতে যাবার জন্য অনাপত্তিপত্র দেবার কথা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

বৈশ্বিক টি-২০ ফেরিওয়ালাদের একজন বলা হয় সাকিবকে। খেলেন বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেরও নিয়মিত মুখ বাংলাদেশের অলরাউন্ডার সাকিব। গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সিপিএলের চলতি আসরে শুরুতে নাম ছিলনা সাকিবের, তবে আজই (২৪ সেপ্টেম্বর) ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ায় তার পুরোনো দল নিজেদের ভাগ্য পরিবর্তনে সাকিবকে নিয়েছে ডেকে। ইতোমধ্যে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে অবস্থান করছে বার্বাডোস ট্রাইডেন্টস।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০১৩ সালে সিলিএলের প্রথম আসর থেকেই খেলে আসছেন। সবশেষ খেলেছেন ২০১৭ সালে, গতবারও ট্রাইডেন্টস তাদের দলে সাকিবকে রাখে তবে পবিত্র হজ্ব পালনে ব্যস্ত থাকায় সেবার নাম সরিয়ে নেন সাকিব আল হাসান। আগামীকাল দেশ ছাড়তে যাওয়া সাকিব দল ফাইনালে উঠলেও হয়তো লিগ পর্ব খেলেই দেশে ফিরবেন, কারণ ফাইনালের সময়টা নভেম্বরে ভারত সফরের অনুশীলন শুরু করবে টাইগাররা।

ইতোমধ্যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ২৪ ম্যাচ খেলে ২৫ উইকেট শিকার সাকিবের। যার মধ্যে প্রথম আসরে এই ট্রাইডেন্টসের হয়েই রেড স্টিলের বিপক্ষে ৪ ওভারে এক মেডেনে ৬ রান খরচায় তুলে নেন ৬ উইকেট। যেটি এখনো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সেরা বোলিং ফিগার হিসেবে শীর্ষেই আছে।

এর আগে বাংলাদেশ দলের তরুণ খেলোয়ার আফিফ দল পেয়েও ক্যারিবিয়ান লিগে খেলার জন্য ছাড়পত্র পাননি। মূলত জাতীয় দলে চলতি ত্রিদেশীয় সিরিজে অন্তর্ভুক্ত হয়েছেন বলেই বোর্ড অনুমতি দেয়নি। কিন্তু ত্রিদেশীয় সিরিজ শেষেও প্রথম কোন বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার স্বপ্ন এখনই পূরণ হচ্ছেনা আফিফ হোসেন ধ্রুবর। মূলত বয়সভিত্তিক ও বিসিবির অধীনে ব্যস্ত ক্রিকেট সূচীর জন্যই অনাপত্তিপত্র পাচ্ছেননা আফিফ।

সাকিবের অনাপত্তিপত্র পাবার ব্যাপার নিশ্চিত করেন আকরাম খান। তিনি বলেন, ‘আমরা সিপিএল খেলার জন্য তাঁকে (সাকিব আল হাসান) অনাপত্তিপত্র দিয়েছি। আমরা আশা করছি ভারতের বিপক্ষে সিরিজের আগে দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবার আগেই তাঁকে পাবো। যদিও এখনো সে কবে ফিরবে তা আমরা নিশ্চিত করিনি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here